![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট ও ফ্যাবলেটের পর এবার ক্লাউড সুবিধাযুক্ত বুকপকেটে বহনযোগ্য পেনড্রাইভ পিসি এনেছে কম্পিউটার সোর্স।
দৈর্ঘ্যে চার ইঞ্চি, প্রস্থে দেড় ইঞ্চি এবং আধা ইঞ্চি পুরুর এই ল্যাপটপ ও ডেস্কটপের মধ্যে সমন্বয়কারী ৩২ জিবি ধারণক্ষমতার দুইটি ভিন্ন মডেলের ইন্টেল কম্পিউট স্টিক পিসিটি দেখতে অনেকটা পেনড্রাইভের মতো।
এই পেনড্রাইভ পিসিটি মনিটর কিংবা টিভির এইচডিএমআই পোর্টে সংযুক্ত করে মাউস আর কি-বোর্ড জুড়ে দিয়ে ডেস্কটপ পিসি’র কাজ করা যাবে। এতে রয়েছে দুই জিবি র্যাম ও ১.৮৩/১.৮৪ এটম কোয়াডকোর প্রসেসর।
তবে এর ধারণক্ষমতা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অরিজিনাল উইন্ডোজ ১০। ওয়াইফাই ও ব্লু-টুথ ব্যবহার করা যাবে।
এক বছরের ওয়ারেন্টিযুক্ত রকমারি সুবিধার ইন্টেল এর এই ডব্লিউএফপি মডেলের পেনড্রাইভ পিসিটির দাম ১১ হাজার টাকা এবং ডব্লিউ৩২এসসি মডেলের দাম ১৩ হাজার টাকা।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি