![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইউনিভিউ ব্র্যান্ডের ৩২ চ্যানেল এনভিআর (নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার) বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লি.।
এনভিআর ৩০৪-৩২ই মডেলের এই এনভিআর ইউনিভিউ ছাড়াও তৃতীয় পক্ষের আইপি ক্যামেরা সমর্থন করে। ডিভাইসটির ইনকামিং ও আউটগোইং ব্যান্ডউইথ সেকেন্ডে ৩২০ মেগাবাইট। যা সর্বোচ্চ ৮ মেগাপিক্সেল রেজুল্যুশনে ভিডিও ধারণ করতে পারে।
কম্পিউটার সিটি টেকনোলজিস বলছে, এনভিআরটি সর্বাধুনিক এইচ২৬৫ প্রযুক্তির ভিডিও সংকোচন ফরম্যাট সমর্থন করে যা হার্ডডিস্কে অধিক পরিমাণ ভিডিও তথ্য সংরক্ষণ করতে পারে।
এতে চারটি সাটা পোর্ট রয়েছে। যা সর্বোচ্চ ২৪ টেরাবাইট পর্যন্ত হার্ডডিস্ক সমর্থন করে। এনভিআরটিতে একটি টিভিজিএ, একটি এইচডিএমআই১, একটি এইচডিএমআই২ এবং একটি অডিও আরসিএ পোর্ট রয়েছে।
এটি ফোরকে রেজ্যুলেশন বা ৩৮৪০*২১৬০ বা আলট্রাহাই ডেফিনিশন ভিডিও আউটপুট দেয়।
কম্পিউটার সিটি টেকনোলজিস এনভিআরটি দেশের বাজারে বিক্রি করছে ৫২ হাজার টাকায়।
ইমরান হোসেন মিলন