এক ব্লগারের ১৪ বছরের শ্রম পন্ড করল গুগল

google is popular_Tech Shohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রায় ১৪ বছর ধরে তিলে তিলে প্রতিষ্ঠিত করেছিলেন একটি ব্লগ। জনপ্রিয়তাও ছিল বেশ। তবে গত ২৭ জুন এ ব্লগারের এ পরিশ্রম পন্ড করে দিয়েছে গুগল। একই সাথে নিজের জিমেইল অ্যাকাউন্টটিও হারাতে হয়েছে হতভাগা ওই ব্লগারকে।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আলোচিত লেখক, সাহিত্যিক, ব্লগারসহ নানা গুনের অধিকারী ডেনিস কুপারের সাথে। তিনি ব্লগটিতে অনুসন্ধানমূলক লেখা, গবেষনা, ছবিসহ বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করতেন।

google is popular_Tech Shohor

Techshohor Youtube

সাইটটি গুগলের মালিকানাধীন ব্লগস্পট ডটকমে হোস্ট করা ছিলো। গত ২৭ তারিখ থেকে গুগল সাইটটি সরিয়ে নেয়। একইসাথে কুপারের জিমেইল অ্যাকাউন্টটিও নিষ্ক্রিয় করে দিয়েছে, যাতে কুপারের কনট্যাক্টসহ বিভিন্ন অফার ছিলো।

কুপার গুগলের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো উত্তর পাননি বলে অভিযোগ করেছেন। তবে সাইটটি বন্ধের পিছনে গুগল একটি মেসেজ দিয়েছে যাতে বলা হচ্ছে, সাইটটি গুগলের সার্ভিস এগ্রিমেন্ট না মানায় এটি করা হয়েছে।

সাইটটি পুনরায় ফিরিয়ে আনার জন্য গুগলকে অনুরোধে একটি পিটিশন খোলা হয়েছে।

ফক্সনিউজ অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

আরও পড়ুন