![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেই দুনিয়া মাতাচ্ছে ভিডিও গেইম পোকেমন গো। আর তাই এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে উদ্দেশ্য বাস্তবায়নকারীরাও থেমে নেই। ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে ভুয়া পোকেশন গো অ্যাপস আপলোড হয়েছে।
সফটওয়্যার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট জানিয়েছে, পোকেমন গো আল্টিমেট নামক ম্যালিসিয়াস গেইমিং অ্যাপটি সম্প্রতি গুগল প্লে স্টোরে আপলোড করা হয়েছে। যদিও এটি ডাউনলোড করে ইনস্টল করলে নাম পাল্টে পাই নেটওয়ার্ক হিসেবে দেখায়।
অ্যাপটি চালু করলেই ফোনটি নিষ্ক্রিয় হয়ে যায় এবং ব্যবহারকারীদের ফোনের ব্যাটারি খুলে পুনরায় চালু করতে বাধ্য করে।
ফোনটি পুনরায় চালু হয়ে পাই নেটওয়ার্ক অ্যাপ গায়েব হয়ে যায়। যদিও এটি ব্যাকগ্রাউন্ডে কাজ করে ও ভূয়া বিজ্ঞাপন ক্লিক তৈরি করে বলে জানিয়েছে ফরচুন।
শুধু পোকেমন গো আল্টিমেট নয়, এধরণের নামে বা কাছাকাছি নামে কয়েকটি অ্যাপ প্লে স্টোরে আপলোড হয়েছে। ব্যবহারকারীদের অ্যাপস ইনস্টলের সময়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
টিওই অবলম্বনে রুদ্র মাহমুদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি