Techno Header Top and Before feature image

ভিডিও এডিট সহজ করবে যে অ্যাপ

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোনে এখন শুধু ছবি তোলা নয়, ঝটপট ভিডিও করার কাজও চলে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে আবার মন ভরে না।

তবে শেয়ারের আগে ভিডিওতে মিউজিক বা এডিট করে সুন্দর করার কাজটিও করেন কেউ কেউ। এ কাজটি করতে এতদিন কম্পিউটার বা ল্যাপটপ লাগলেও তা এখন করা যাবে স্মার্টফোনেই। সেজন্য অবশ্য থাকতে হবে একটি অ্যাপ।

স্মার্টফোনে ‘ভিডিও এডিটিং নো ক্রপ, মিউজিক কাট’ নামের অ্যাপ্লিকেশন ইন্সটল করে নিতে হবে।
video-editing-techshohor

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
এটি ব্যবহার করে পাশাপাশি ছবি যুক্ত করে ভিডিও তৈরি করা যাবে।

যে কোনো ভিডিওতে কোনো অংশ ব্লার করা ও পছন্দমত মিউজিক যুক্ত করা যাবে।

অ্যাপটি ব্যবহার করে চাইলে যে কোনো ভিডিও ক্রপ করা যাবে। এ ছাড়া নানা ইফেক্ট ব্যবহার করে ভিডিওকে করে তোলা যাবে আরও সুন্দর।

ভিডিও তৈরির পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।

এটির সাহায্যে ভিডিওয়ের মাঝে বিভিন্ন ইমোজি ব্যবহার করা যাবে।

অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে এই ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন 

*

*

আরও পড়ুন