মালয়েশিয়ায় জুমলা ডে সম্মেলন আয়োজনে জুমশেপার

JoomlaDay Malyaysia-2-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী ১৩ আগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েব ডিজাইনার ও সিএমএসপ্রেমীদের বার্ষিক সম্মেলন ‘জুমলা ডে মালয়েশিয়া’। এই আয়োজনে কো-প্রেজেন্টেড হিসেবে থাকছে বাংলাদেশি জুমলা টেপপ্লেট ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান জুমশেপার

এবারের আয়োজনে টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল বিষয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আয়োজিত এই সম্মেলনে পেশাজীবী, শিক্ষার্থীসহ আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন।

JoomlaDay Malyaysia-TechShohor

Techshohor Youtube

এ বিষয়ে জুমশেপারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাউছার আহমেদ বলেন, জুমলা প্লাটফর্মে বিশ্ববাসীর কাছে একটি পরিচিত নাম হয়ে দাড়িয়েছে জুমশেপার। আমরা ইতিমধ্যেই ভারতসহ বিভিন্ন স্থানে জুমলা বিষয়ক অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে আসছি। এরই ধারাবাহিকতায় এই আয়োজনে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়েছি আমরা। এর মাধ্যমে আমরা বিশ্বের বুকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সক্ষমতা তুলে ধরতে পারছি।

আয়োজন সম্পর্কে এই লিংক থেকে বিস্তারিত জানা যাবে।

রুদ্র মাহমুদ

*

*

আরও পড়ুন