![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ২০১৪ সালে মোবাইল ও ওয়েব পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ব্রেংট্রীকে ৮০ কোটি মার্কিন ডলারে কেনে মার্কিন অনলাইন পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল। ব্রেংট্রীর মালিকানাধীন ভেনমো অ্যাপটিও এ সময় পেপ্যালের হাতে চলে আসে।
এই মোবাইল পেমেন্ট অ্যাপটি পেপ্যালের ভাণ্ডারে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে প্রতিষ্ঠানটির সঙ্গে একীভূত হওয়ার পর থেকেই। তাই পেপ্যালও চাইছে না অ্যাপটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে।
পেপ্যালের প্রধান নির্বাহী ডেনিয়েল স্কুলম্যান বলেছেন, অ্যাপটির সঙ্গে হাজার বছরের সম্পর্ক তৈরি করতে চান তারা।
বুধবার ফরচুন ব্রেইনস্ট্রোম টেক কনফারেন্সে এমন কথা বলেছেন তিনি। এই অ্যাপটি পেপ্যালের চেয়েও দ্রুতগতিতে কাজ করে বলে জানান পেপ্যাল প্রধান।
ভেনমো মোবাইল অ্যাপটি দিয়ে ব্যবহারকারীরা সহজেই একে অপরের পেপ্যাল একাউন্ট বা অনলাইন পেমেন্ট সার্ভিসগুলোতে অর্থ আদান-প্রদান করতে পারেন। অ্যাপটি দিয়ে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন পণ্যের দাম পরিশোধ, শেয়ারের দাম পরিশোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করা যায়।
২০১৫ সালে এই অ্যাপটি ৭৫০ কোটি মার্কিন ডলার লেনদেন করেছিল। চলতি বছরের জানুয়ারিতে অ্যাপটিতে লেনদেনের পরিমাণ ছিল ১০০ কোটি ডলার। যা এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হিসেবে রেকর্ড গড়েছে।
ফরচুন অবলম্বনে শামীম রাহমান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি