Samsung IM Campaign_Oct’20

সারফেস প্রো ৪ কিনলে এক্সবক্স ওয়ান ফ্রি

Surface Pro 4-TechShohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফটের সর্বশেষ ট্যাবলেট সারফেস প্রো’র সঙ্গে একটি এক্সবক্স ওয়ান গেইমিং কনসোল ফ্রি দেয়া হচ্ছে। তবে এটি শুধু যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

দেশটির শিক্ষার্থীদের ট্যাবলেটটিতে আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এই অফারটি চলবে ১৪ আগস্ট পর্যন্ত।

Surface Pro 4-TechShohor

মাইক্রোসফট একই সঙ্গে জানিয়েছে, এখন থেকে সারফেস ৩ ট্যাবলেটটি তারা আর উৎপাদন করবে না। সারফেস ৪ ও সারফেস বুক ডিভাইস দুটির বাজারে যেন কোনো প্রভাব না পড়ে সে লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সারফেস ৩ ট্যাবলেটটি ২০১৫ সালের ৩ মার্চ বাজারে ছাড়ে মাইক্রোসফট।

সারফেস প্রো ৪ -এ ২৭৩৬–১৮২৪ পিক্সেল রেজুলেশনের ১২ দশমিক ৩ ইঞ্চি টাচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ৪ গিগাবাইট র‌্যাম সংস্করণ থেকে শুরু করে ১৬ গিগাবাইট র‌্যাম সংস্করণ বাজারে পাওয়া যায়। এতে ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ ব্যবস্থা রয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে শামীম রাহমান

*

*

আরও পড়ুন