জরিমানার মুখে এয়ারটেল

এয়ারটেল-লোগো-টেকশহর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সিম নিবন্ধন সংক্রান্ত জটিলতায় মোবাইল অপারেটর এয়ারটেলকে জরিমানার মুখোমুখি হতে হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম

সিম প্রতি অন্তত ৫০ ডলার করে জরিমানা গুনতে হবে। এর বাইরেও আরও জরিমানা হতে পারে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

গত সোমবার অপারেটরটির ২১ ডিস্ট্রিবিউটার অন্যের ফিঙ্গার প্রিন্ট দিয়ে সিম নিবন্ধন করে তা বিক্রি করার অভিযোগে আটক হওয়ার প্রেক্ষিতে এসব কথা বলেছেন প্রতিমন্ত্রী।

Techshohor Youtube

এয়ারটেল-লোগো-টেকশহর
উদ্ভূত পরিস্থিতিতে একটি বৈঠক করতে বৃহস্পতিবার সকালেই সব মোবাইল ফোন অপারেটরের সিইওদেরকে ডেকে পাঠিয়েছেন তারানা হালিম। বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ওই বৈঠক হবে।

তারানা বলছেন, এতো বড় একটা অর্জনকে এতো সহজে নষ্ট হয়ে যেতে দেওয়া হবে না।

সেক্ষেত্রে সিমের পুনঃপ্রক্রিয়াকরণ শুরু করতে চান তিনি। তারানা বলছেন, সেটি হলে অনেক সিমই ঝরে পড়বে।

এয়ারটেলের বিষয়টি খতিয়ে দেখেছেন তিনি। আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তারানা হালিম।

তবে তারানা হালিম নিশ্চিত করেন, সিম প্রতি এয়ারটেলকে ৫০ ডলার বা চার হাজার টাকা করে জরিমানা গুনতেই হবে।

জামান আশরাফ

আরও পড়ুন: 

*

*

আরও পড়ুন