![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টানা ঈদের ছুটি শুরু সময়ের ব্যাপার মাত্র। এবার নয় দিনের ছুটিতে অনেকের পরিকল্পনা করা ও টিকিট কাটা শেষ। যারা ভাবছেন ঢাকা ফাঁকা হলে তারপর বের হবেন, তারা এবার চিন্তাভাবনা করতে পারেন দূরে কোথাও বেরিয়ে যাওয়ার।
কোথায় যাবেন, কিভাবে যাবেন সেটা অবশ্য হাতে থাকা স্মার্টফোনের একটি অ্যাপ্লিকেশন থেকে জেনে নিতে পারেন। এক ক্লিকেই মিলবে ঘুরে বেড়ানোর তথ্যগুলো। তেমনি একটি অ্যাপ্লিকেশন হলো ট্যুর বিডি।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
এতে রয়েছে দেশের নানা স্থান ঘুরে বেড়ানোর স্থান সম্পর্কে বিস্তারিত বিবরণ।
এয়ার টিকেট বা ট্রেনের টিকেট কেনার যাবতীয় তথ্যসহ যাতায়াতের বিবরণ রয়েছে এতে।
ঘুরতে গেলে কোথায় থাকতে হবে- এমন হোটেলের তালিকা ও যোগাযোগের ঠিকানা রয়েছে অ্যাপটিতে।
শুধু দেশ নয়, বিদেশ যেতেও টিকিট ও হোটেল বুকিং করা যাবে অ্যাপটির মাধ্যমে।
ইন্টারনেট ছাড়া সম্পূর্ন অফলাইনে ব্যবহার করা যাবে অ্যাপ্লিকেশনটি। ফলে একবার ডাউনলোড করা হলে পূরনায় আর ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।
ব্যবহারকারীর এ ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটির বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি