![]() |
টেক শহর ডেস্ক : টানা দ্বিতীয় বছরের মতো রেকর্ড মুনাফা অর্জনের পথে ভালোভাবেই এগুচ্ছে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক স্যামসাং। ইতোমধ্যে বছরের তৃতীয় প্রান্তিকে জুলাই-সেপ্টেম্বর সময়কালে ২৫ শতাংশ মুনাফা বেড়েছে কোম্পানিটির।
দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং জানিয়েছে, এ প্রান্তিকে তাদের মুনাফা ৯৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ২৫ শতাংশ বেশি। তবে ২০১১ সালের তৃতীয় প্রান্তিকের পর প্রবৃদ্ধির এ হার কম। এই সময়ে বিক্রি ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৫ হাজার কোটি ডলার।
বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপ অনুযায়ী, চলতি বছরে কোম্পানিটি ৩৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলার মুনাফা করতে চায়। গত বছরের চেয়ে এ পরিমাণ এক তৃতীয়াংশ বেশি।
স্যামসাং বর্তমানে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন, মেমোরি চিপ ও টেলিভিশন প্রস্তুতকারক। সাম্প্রতিক বছরগুলোতে তাদের মোট মুনাফার দুই-তৃতীয়াংশই আসছে স্মার্টফোন ও ট্যাবলেট থেকে।
এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোন ব্যবসা কিছুটা শ্লথ হলেও বিশ্বের বৃহত্তম মেমরি চিপ প্রস্তুতকারক কোম্পানিটি এ খাতে ভালো ব্যবসা করেছে। যা তাদের তৃতীয় প্রান্তিকের মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিক ছাড়া গত বছরের শুরু থেকে প্রতি মাসেই কোম্পানিটির ব্যবসা বাড়ছে। এ কারণে মুনাফাও বাড়চে তড়তড়িয়ে।
মূলত উন্নয়নশীল দেশগুলোয় তাদের মাঝারি মানের স্মার্টফোনের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়া থেকে মুনাফার সিংহভাগ এসেছে। বিশ্লেষকরা বলছেন, স্যামসাংয়ের কম ও মাঝারি দামের স্মার্টফোনের বিক্রি ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণেই মুনাফার এ ধারা অব্যাহত রয়েছে। এর আগে ধারণা করা হয়েছিল, বেশি দামের হাই-এন্ড স্মার্টফোনগুলোর বিক্রি ধীরগতির হওয়ায় স্যামসাংয়ের ক্রমবর্ধমান মুনাফায় ভাটা পড়তে পারে। তবে উন্নয়নশীল দেশগুলোয় স্বল্প মূল্যের ফোন বিক্রিতে বাজার দখল করে কোম্পানিটি ইতোমধ্যে তা পুষিয়ে নিয়েছে।
এ ছাড়া গত এপ্রিলে বাজারে আসা স্যামসাংয়ের সর্বশেষ স্মার্টফোন গ্যালাক্সি এসফোরের বিক্রি তিন মাসের মাথায় কমে আসে। এরপরও সব মিলিয়ে গত প্রান্তিকের চেয়ে এবার বেশি স্মার্টফোন বিক্রি করতে সক্ষম হয়েছে তারা। গত সেপ্টেম্বরে গ্যালাক্সি সিরিজের জনপ্রিয় লাইন-আপ নোটের সর্বশেষ সংস্করণ বাজারে এসেছে।
– রয়টার্স ও হাফিংটন পোস্ট অবলম্বনে শাহরিয়ার হৃদয়