চলছে অনলাইন ঈদ পর্যটন মেলা

Online Eid Tourism Festival-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়ে আকর্ষনীয় অফারে দেশ-বিদেশে ভ্রমণের সুবিধা নিয়ে চলছে অনলাইন ঈদ পর্যটন মেলা। ভ্রমন লিমিটেড আয়োজিত এই অনলাইন মেলায় দেশের ২৫টি ট্যুর অপারেটর ও আড়াইশ হোটেল অংশ নিয়েছে।

১৫ জুন থেকে শুরু হওয়া এই মেলা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। এই আয়োজনের অংশীদার অনলাইন লেনদেন মাধ্যমে এসএসএল কমার্জ।

আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল ও প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে এই মেলায়। এই মেলা উপলক্ষে ট্যুর অপারেটররা নিয়ে এসেছে ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ ২৫ এর অধিক দেশে বিভিন্ন মূল্যমানের শতাধিক ঈদ ট্যুর প্যাকেজ।

Techshohor Youtube

Online Eid Tourism Festival-TechShohor

এছাড়াও রয়েছে ভিসা, ইমিগ্রেশন, ওমরাহ প্যাকেজ এবং মেডিকেল ট্যুরিজম বিষয়ক বিভিন্ন তথ্য। এয়ার টিকেট এবং আন্তর্জাতিক হোটেল বুকিংয়েও রয়েছে বিশেষ ছাড়।

আর অগ্রিম বুকিং কিংবা লেনদেনের জন্য বিকাশ অথবা বাংলাদেশের যেকোনো ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে।

বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে র‍্যাফেল ড্র। এর মাধ্যমে ১০ জন বিজয়ী দেশ-বিদেশের ভ্রমন প্যাকেজ জিতে নিতে পারবেন। বিস্তারিত জানতে ভ্রমণের ওয়েবসাইট ভিজিট করতে হবে।

ফারজানা মাহমুদ পপি

*

*

আরও পড়ুন