![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবার অনুষ্ঠিত হলো আরেকটি গুগল আইও এক্সটেনডেড সম্মেলন। বুধবার রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে বিকেল তিনটা থেকে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গুগল ডেভেলপারস গ্রুপ (জিডিজি) সোনারগাঁও এই আয়োজন করে। আর আয়োজনের সহযোগী ছিল তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিষয়ক নিউজপোর্টাল টেকশহরডটকম। আয়োজনে অংশ নেয় শতাধিক তরুণ-তরুণী।
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত গুগলের সবচেয়ে বড় ডেভেলপার সম্মেলন গুগল আইও সম্মেলনের এক্সটেনডেড এই আয়োজনে ইন্টারনেট ও মোবাইলভিত্তিক সেবা নিশ্চিত করতে কতোটা প্রস্তুত বাংলাদেশ সেগুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও আয়োজনে গুগলের বার্ষিক সম্মেলন গুগল আইওতে যে চারটি নতুন পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে তার সঙ্গে উপস্থিতদের পরিচিত করানো হয়।
আয়োজনে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন হেড অব অনলাইন এনটিভি’র ফখরুদ্দিন জুয়েল, জুমশেপারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাওসার আহমেদ, থ্রিডি মডেলিং ও অ্যানিমেশন, মোশন গ্র্যাফিক্স ডিজাইন নিয়ে কথা বলেন বিশিষ্ট অ্যনিমেটর তানবিন আমিন।
এই সম্মেলনের মধ্য দিয়ে গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) সোনারগাঁওয়ের নতুন একটি চ্যাপ্টার জিডিজি ড্যাফোডিল ঘোষণা করা হয়।
সবশেষে আসলে জিডিজি সোনারগাঁও কী ধরনের কাজ করে সেগুলো তুলে ধরেন জিডিজি সোনারগাঁয়ের ব্যবস্থাপক ইসতিয়াক রেজা শিশির।
আয়োজনের আরেক সহযোগী হিসেবে ছিল এনটিভি অনলাইন।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি