Techno Header Top and Before feature image

বিপিও সম্মেলন সফল করতে পার্টনারদের সঙ্গে চুক্তি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিপিও সম্মেলন ২০১৬ সফল করতে পার্টনারদের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)। বাক্য বিপিও সামিটের পক্ষে চুক্তিপত্রে সই করে।

মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সেমিনার হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরসহ ৬টি ব্যবসায়িক সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

IMG_0554

চুক্তি স্বাক্ষর পর্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর পরিচালক এসএম আশ্রাফ আবির, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি আলী আশফাক, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডাব্লিউআইটি) পক্ষে ফাহমিদা আক্তার, সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

শামীম রাহমান

আরও পড়ুন: 

*

*

আরও পড়ুন