![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট ভিত্তিক অনাকাঙ্ক্ষিত বিষয় প্রতিকারে ফেইসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে। এর পাশাপাশি ইউটিউবে প্রকাশিত নীতিমালা বিরুদ্ধ কনটেন্ট সরকারের অনুরোধে গুগল প্রত্যাহার করে নেবে বলে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বলেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রোববার জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের উত্তরে তারান হালিম বলেন, ফেইসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে আমাদের বিশদ আলোচনা করে সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী অনাকাঙ্ক্ষিত বিষয়ে সরকরের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ৪৮ ঘণ্টার মধ্যে এর প্রতিকারের বিষয়ে উত্তর পাওয়া যাবে।
প্রতিমন্ত্রী জানান, গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে সরকারের পক্ষ থেকে ৩১ জন ব্যবহারকারীর ১২টি তথ্য চাওয়া হয়েছিল। এর মধ্যে ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য ফেইসবুক কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে।
সাংসদ রুস্তম আলী ফরাজীর আরেক প্রশ্নে জবাবে তারানা হালিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার নিশ্চিতকল্পে ফেইসবুক, গুগল ও মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদরদপ্তরসমূহের সহায়তায় বিটিআরসি ও ল’ এনফোর্সমেন্ট এজেন্সি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও এ বিষয়ে জনসচেতনা বৃদ্ধির উদ্দেশ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়াও সরকারের অনুরোধে ইউটিউবে প্রকাশিত নীতিমালাপরিপন্থী ভিডিও প্রত্যাহারে গুগল প্রতিশ্রুতি দিয়েছে। আর আরেক প্রযুক্তি জায়ন্ট মাইক্রোসফট শিশু পর্নোগ্রাফি রোধ ও সাইবার নিরাপত্তায় সরকারের সঙ্গে কাজ করছে বলে সংরক্ষিত নারী আসনে সরকারি দলের সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের উত্তরে জানান তারানা হালিম।
বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রসঙ্গে হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এরমধ্যে ২০টি বাংলাদেশ ব্যবহার করবে। বাকি ২০টি ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে বিদেশি মুদ্রা আয় করা যাবে।
প্রশ্নোত্তরের আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বেলা পৌনে ১১টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
আরও পড়ুন: