![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তিন রঙা মোরগ। হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসার মতো করে ফুটবলে কিক করে উদ্বোধন করছে ইউরোপ ফুটবলের মহাযজ্ঞ ইউরো ২০১৬ এর আসর। তিন রঙা সেই মোরগ আসলে ফ্রান্সের জাতীয় পতাকার রঙে সাজানো।
শুধু মোরগ নয়, কখনোবা আবার ফুটবল নিয়ে খেলায় মেতে উঠছে আইফেল টাওয়ার। এভাবেই ডুডলে সেজেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
ইউরোপ ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরো ২০১৬ এর এবারের আসর বসছে আতুঁড়ঘর ফ্রান্সে। ৫৬ বছর আগে ১৯৬০ সালে সেই ফ্রান্সেই বসেছিল ইউরো কাপের প্রথম আসর।
আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ইউরোপের ফুটবলে সেরা হওয়ার লড়াই। এবারের আসরে অংশ নিচ্ছে নতুন পাঁচটিসহ ২৪টি দেশ। আর সেই ২৪ দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে ডুডল।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় ফ্রান্স ও রোমানিয়ার খেলা দিয়ে শুরু হচ্ছে এবারের আয়োজন। ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি