![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের সবচেয়ে পাতলা (থিনেস্ট) ল্যাপটপ নিয়ে আসছে এইচপি। এইচপি স্পেকট্রা নামের ওই ল্যাপটপটি আগামী ২১ জুন প্রথমে ভারতের বাজারে উন্মুক্ত করবে এইচপি।
ল্যাপটপটি পুরুত্ব ১০ দশমিক তিন মিলিমিটার। এটি অনেকটা অ্যাপলের ১২ ইঞ্চির ম্যাকবুক এবং ম্যাকবুক এয়ারের মতো। তবে সেগুলোর চেয়ে এটি পাতলা বলে দাবি করেছে এইচপি।
১৩ দশমিক ৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের ল্যাপটপটিতে রয়েছে ৮ জিবি এলডিডিআর৩ র্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ। যষ্ঠ প্রজন্মের সঙ্গে ব্যবহার করা হয়েছে কোর আই ৫ এবং ৭ এর সংমিশ্রণ পদ্ধতি। রয়েছে তিনটি ইউএসবি থ্রি পোর্ট।
এইচপি স্পেকট্রাতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তাতে একবার ফুল চার্জে ৯ দশমিক ৪৫ ঘণ্টা চলবে।
২১ জুন ভারতে একটি বড়সড় ইভেন্ট করে ভারতের পাশাপাশি বিশ্ববাজারে ছাড়বে এইচপি স্পেকট্রা ল্যাপটপটি।
ল্যাপটপটির দাম এইচপি নির্ধারণ করেছে এক হাজার ১৭০ ডলার।
ইমরান হোসেন মিলন
আরও পড়ুন:
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি