ইউসি ব্রাউজারে রামাদান কার্ড

UC-Ramadan-Card-Picture--media

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাহে রমজান উপলক্ষে জনপ্রিয় মোবাইল ব্রাউজার ইউসি’র হোম পেইজে চালু করা হয়েছে আকর্ষণীয় রামাদান কার্ড।

এই রামাদান কার্ডে ইসলামিক ওয়ালপেপার, আরবি, ইংরেজি ও বাংলায় কোরআন –হাদিসের সহিহ তরজমা, নামাজের সময়সূচী, রমজানের মেসেজ পুশ-আপ, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যায় এমন কিছু মজার ভিডিও, ইসলামিক নানা ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত মুভির অংশসহ বেশকিছু উপাদান রয়েছে।

UC-Ramadan-Card-Picture--media

Techshohor Youtube

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার কেনি ইয়ে রামাদান কার্ড সম্পর্কে বলেন, সম্প্রতি একটি জরিপে দেখা যায়, অনেকেই প্রতিনিয়ত কোরআন পড়েন কিন্তু অর্থ বুঝতে পারেন না, সে জন্যই রামাদান কার্ডে আরবির পাশাপাশি ইংরেজি ও বাংলা অনুবাদের ব্যবস্থা রাখা হয়েছে।

শামীম রাহমান

*

*

আরও পড়ুন