![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগলের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নাম করা হয় বিভিন্ন মিষ্টান্নের নামে। এরই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড ‘এন’ এর নাম আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ থেকে নতুন এই সংস্করণটির নাম ‘নাড়ু’ রাখার প্রস্তাব করেছে গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা। এই লক্ষে প্রতিষ্ঠানটি শুরু করেছে ভোটিং ক্যাম্পেইন। সামাজিক যোগাযোগ মাধ্যম, ই-মেইল, এসএমএসসহ বিভিন্ন মাধ্যমে ভোট চাওয়া হচ্ছে।
ক্যাম্পেইন সম্পর্কে গুগল ডেভেলপার গ্রুপের ম্যানেজার রাখশান্দা রুখাম বলেন, এটা হবে বাংলাদেশের জন্য এক বিশাল পাওয়া। ১৪০ কোটি লোকের হাতে থাকবে বাংলাদেশের নাড়ুর নাম। যদিও চূড়ান্ত হবার প্রক্রিয়া অনেক কঠিন, কিন্তু আমরা আশাবাদী। হলে ভালো না হলেও কোনো ক্ষতি নেই।
যে কেউ কোনো লগইন বা রেজিস্ট্রেশন ছাড়াই ভোট দিতে পারবেন। এজন্য এই ঠিকানায় গিয়ে খালি বক্সে Naru লিখে ভোট দিতে হবে ‘নাড়ু’কে। ভোট দেয়ার শেষ সময় ৯ জুলাই দুপুর ১২ টা ৫৯ মিনিট পর্যন্ত।
শামীম রাহমান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি