Techno Header Top and Before feature image

টুইটারে গণধর্ষণের ছবি : গ্রেপ্তার ৩০

gang-rape-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ব্রাজিলের রিও ডি জেনিরোর এক কিশোরী। প্রেমিকের বাসায় অবস্থানের সময় গণধর্ষণের শিকার হন। ঘটনাটির সঙ্গে জড়িত সেই কিশোরীর প্রেমিকও।

এখানেই থেমে থাকেনি ধর্ষক দল। তারা ওই কিশোরীর ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়েছে ক্ষুদে ব্লগিং সাইট টুইটারে। টুইটারে ধর্ষিতার ছবি আর ভিডিও প্রকাশের পর চারিদিকের সমালোচনার ঝড় ওঠে। নড়েচড়ে বসে প্রশাসন। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনকে।

gang-rape-techshohor

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম হাফিংটন পোস্ট জানিয়েছে, গত ২১ মে ব্রাজিলের রিও ডি জেনিরোর পশ্চিমে জাকারেপাগুয়ায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে ওই কিশোরীকে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয়েছে। পরে ওই কিশোরী ব্রাজিলের কয়েকটি গণমাধ্যমে বিষয়টি জানায়।

এই ঘটনায় টুইটারে ফুসে উঠেছেন ব্রাজিলের নাগরিকরা। তারা #EstuproNuncaMais (রেপ নেভার এগেন)  হ্যাশট্যাগে প্রতিবাদ জানাচ্ছেন ঘটনাটির। পুলিশও ঘটনাটি তদন্তে বেশ তৎপর রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

শামীম রাহমান

*

*

আরও পড়ুন