ডিলিংকের আল্ট্রা ওয়াইফাই রাউটার বাজারে

DLink WiFi Router-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে এসেছে ডিলিংকের আল্ট্রা ওয়াইফাই রাউটার। এই রাউটারটি বাংলাদেশের বাজারে এনেছে পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

পরিবেশক প্রতিষ্ঠানের দাবি, ডিআইআর ৮৯০এল মডেলের রাউটারটি নেটওয়ার্ক ড্রপ কিংবা বাধার দেয়াল ভেদ করে সর্বোচ্চ কাভারেজ দিতে সক্ষম।  ফলে অনলাইনে দুর্দান্ত গতির গেইম খেলা, ফোর কে এইচডি স্ট্রিমিং এবং অনলাইন মুভি দেখার সুবিধা পাওয়া যাবে এটি দিয়ে।

DLink WiFi Router-techshohor

Techshohor Youtube

এই এসি৩২০০ রাউটারটি তিনটি ব্যান্ডেই কাজ করে। নেটওয়ার্ক গতি প্রতি সেকেন্ডে ৩.২জিবি পর্যন্ত। এতে স্মার্ট বিম ফরমিং প্রযুক্তি থাকায় পুরু দেয়ালের সিগন্যাল বাধা জয় করে সহজেই। চতুর্দিকে শক্তিশালী ইন্টার সংযোগ অটুট রাখতে ৬টি এক্সটার্নাল অ্যান্টেনার পাশাপাশি রাউটারটিতে ৪টি গিগা ল্যান, ১টি গিগা ওয়্যান এবং ২টি ইউএসবি পোর্ট রয়েছে।

এর ইউএসবি পোর্টের মাধ্যমে স্টোরেজ ডিভাইস ও প্রিন্টার সংযুক্ত করা যায় অনায়াসে। রাউটারটির দাম পড়বে ২২ হাজার টাকা।

শামীম রাহমান

*

*

আরও পড়ুন