![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এমএসআই ব্র্যান্ডের চারটি গেইমিং মাদারবোর্ড বাংলাদেশের বাজারে উন্মুক্ত করা হয়েছে। এই মাদারবোর্ডগুলো বাংলাদেশের বাজারে এনেছে প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
সম্প্রতি গাজীপুরের রাঙ্গামাটি ওয়াটার রিসোর্টে অনুষ্ঠিত ব্যবসায় অংশীদারদের সম্মেলনে এসব মাদারবোর্ড উন্মুক্ত করা হয়।
এ সময় এসব মাদারবোর্ডের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন এমএসআই দক্ষিণ এশিয়ার বিপণন বিশেষজ্ঞ কেন সাং। সম্মেলনে বক্তব্য রাখেন কম্পিউটার সোর্সের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট মেহেদি জামান তানিম, হেড অব মার্কেটিং তারিক উল হাসান খান, সহ ব্যবস্থাপক হুমায়ুন কবির প্রমুখ।
এমএসআই এক্স ৯৯ গডলাইক গেইমিং কার্বন, জেড১৭০এ ক্র্যাইট গেইমিং থ্রিএক্স, মাউস সমৃদ্ধ বি১০৫এম গেইমিং প্রো এবং এইচ১১০এম গেইমিং মাদারবোর্ডগুলো সারাদেশে পাওয়া যাচ্ছে। এসব মাদারবোর্ডে রয়েছে আটটি র্যামের শ্লট।
শামীম রাহমান
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি