এসিএম-আইসিপিসি : বিশ্বে ৫০তম জাবি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বে কম্পিউটার প্রোগ্রামিংয়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা এসিএম আন্তর্জাতিক কলিজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় (আইসিপিসি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫০তম স্থান অর্জন করেছে।

৩৯তম আসরে ১৩টি সমস্যার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৬টি সমস্যার সমাধান করে ৫০তম স্থানে এসেছে।

আর সর্বোচ্চ ১১টি করে সমস্যার সমাধান করে প্রথম হয়েছে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি এবং দ্বিতীয় হয়েছে সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি।

Techshohor Youtube

acm-icpc
১০টি করে সমস্যার সমাধান করে হার্ভাড ইউনিভার্সিটি তৃতীয়, মস্কো ইন্সটিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি চতুর্থ এবং ইউনিভার্সিটি অব ওয়ারশ পঞ্চম স্থানে রয়েছে।

থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অংশ নিয়েছিল।

শাবিপ্রবি এবংনর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবার মাত্র দুটি করে সমস্যার সমাধান করে যথাক্রমে ১১১ ও ১১৩তম স্থানে রয়েছে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন