![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তি বিশ্বের এখন পুরুষের সঙ্গে সমান তালে নারীরাও দাপিয়ে বেড়াচ্ছে। ইয়াহুর মারিসা মেয়ার বা ফেইসবুকের সেরিল স্যান্ডবার্গ এর বড় উদাহরণ। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের মেয়েরাও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে।
বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেনভিউতে সার্চ জায়ান্ট গুগলের ‘গুগল আইও’ সম্মেলনে শীর্ষ বক্তার বক্তব্যে এসব কথা বলেন গুগল ডেভলপার গ্রুপ ঢাকার ম্যানেজার ও বাংলাদেশ উইমেন টেকমেকার্সের লিড রাখশান্দা রুখাম। রাখশান্দা এই সম্মেলনে ১০০টি দেশের ভোটে শীর্ষ বক্তা নির্বাচিত হয়েছেন।
এই সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের আরও তিন ডেভলপার। পুরাণ ঢাকার মাহাবুব হাসান প্রতিনিধিত্ব করছেন জিডিজি ঢাকাকে, রাজশাহীর ইশতিয়াক রেজা করছেন জিডিজি সোনারগাঁকে এবং জাবেদ সুলতান পিয়াস প্রতিনিধিত্ব করছেন জিডিজি বাংলাকে।
১৭ মে ডেভলপার সামিটের মধ্য দিয়ে শুরু হয় আইও সম্মেলন। মূল সম্মেলন শুরু হয়েছে বুধবার থেকে। চলবে শুক্রবার পর্যন্ত।
শামীম রাহমান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি