![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ল্যাপটপ কেনার পর ডিভাইসটির নিরাপত্তা নিয়ে বিপাকে পড়তে হয় অনেক ব্যবহারকারীকে। তাদের ভোগান্তি কমাতে মেলায় পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান। গ্রাহকদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানগুলো দিচ্ছে নানা ছাড়। অ্যান্টিভাইরাস কিনলেই মিলছে স্পিকার, ব্যাগ, টি-শার্টসহ নানা উপহার।
শুধু ল্যাপটপ কিনলেই হবে না! প্রয়োজনীয় ডাটার সুরক্ষায় লাগবে সিকিউরিটি সিস্টেমও। আর এজন্যই গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায় ক্রেতা আর্কষণে সিকিউরিটি প্রোগ্রাম বিক্রিতেও নানা অফার কিংবা ছাড় দিচ্ছেন বিক্রেতারা।
ইসেট অন্টিভাইরাস কিনলে মিলছে একটি ব্যাগপ্যাক। একজন ব্যবহারকারীর জন্য ইসেট অন্টিভাইরাসের দাম ১ হাজার ১০০ টাকা।
মেলার প্রবেশ মুখে টিকেট বুথের পাশেই রয়েছে পান্ডার স্টল। স্টলে সুজ্জিত স্পিকার। গ্রাহকরা বিনামূল্যে এই স্পিকার পাবেন পান্ডা অ্যান্টিভাইরাস কিনলেই। পান্ডা অ্যান্টিভাইরাস বিক্রি হচ্ছে ৭৪৯ টাকায়।
পান্ডা অ্যান্টিভাইরাস স্টলের বিক্রেতারা জানিয়েছেন, দুইদিন ভালো বেচাকেনা হয়েছে। শেষ দিনে আরও বেশি বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তারা।
এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি দিচ্ছে ব্লুটুথ সেলফি স্টিক। মেলায় অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি পাওয়া যাচ্ছে এক হাজার ৯৯ টাকায়।
কম্পিউটার সোর্সের স্টল থেকে কোনো দামের ইন্টারনেট সিকিউরিটি কিনলে দেয়া হচ্ছে টি-শার্ট। ট্রেন্ড মাইক্রো ইন্টারনেট সিকিউরিটি নিতে গুণতে হবে ৯৯০ টাকা থেকে ২ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অ্যান্ড্রয়েড মোবাইল সিকিউরিটির জন্য গুণতে হবে ৫৯০ টাকা।