![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এ বছরেই আসছে ডটব্লগ (.blog) ডোমেইন। ফলে ব্লগাররা এখন তাদের সাইটটির মূল নামের সাথে টপ-লেভেল ডোমেইন হিসেবে ডটব্লগ নিবন্ধন ও ব্যবহার করতে পারবেন। আর এই ডোমেইন বিক্রি নিয়ন্ত্রণ করবে ব্লগ হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ার্ডপ্রেস ডটকমের মূল কোম্পানি অটোম্যাটিক।
ধরুন টেকশহর এর নতুন এই টপ-লেভেল ডোমেইনে নিবন্ধন করা হবে। তাহলে টেকশহরের ওয়েব অ্যাড্রেসটি হবে টেকশহরডটব্লগ (techshohor.blog)।
বৃহস্পতিবার ওয়ার্ডপ্রেসের নিজস্ব ব্লগে এ সম্পর্কে জানান প্রতিষ্ঠানটির সম্পাদকীয় বিভাগের মার্ক আর্মস্টং। আগামী আগস্ট থেকে ট্রেডমার্ক করা প্রতিষ্ঠানগুলো এই ডোমেইনে নিবন্ধন করতে পারবেন। অগ্রিম আবেদনের ভিত্তিকে ডোমেইন বিক্রি শুরু হবে অক্টোবর মাস থেকে।
এছাড়া জনসাধারণের জন্য নভেম্বর মাস থেকে ডটব্লগ ডোমেইন নিবন্ধন উম্মুক্ত করে দেয়া হবে। এর জন্য গ্রাহককে কতো অর্থ দিতে হবে সেটি জানানো হয়নি। তবে অটোম্যাটিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন টপ-লেভেল ডোমেইনের দামের হিসাবে ও চাহিদাসম্পন্ন ডোমেইনের ভিত্তিতে এর দাম নির্ধারণ করা হবে।
আগ্রহীরা চাইলে কাঙ্ক্ষিত ডোমেইন ও ইমেইল অ্যাড্রেস দিয়ে নিবন্ধন করলে অটোম্যাটিকের পক্ষ থেকে ডোমেইন বিক্রি শুরু হলে জানিয়ে দেয়া হবে।
ওয়ার্ডপ্রেস ডটকম ব্লগ অবলম্বনে ফারজানা মাহমুদ পপি
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি