ল্যাপটপ মেলায় স্মার্ট টেকনোলজিসের ছাড়-উপহার

summer laptop fair-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সামার ল্যাপটপ মেলায় বিভিন্ন পণ্যের ছাড়ের পাশাপাশি উপহারও দেবে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। শুক্রবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলাটি শুরু হবে। চলবে রোববার পর্যন্ত।

মেলায় স্মার্ট টেকনোলজিসের স্টল থেকে ডেল ল্যাপটপের সঙ্গে একটি আকর্ষণীয় মাইক্রোম্যাক্স স্মার্টফোন এবং ম্যাজিক মগ উপহার হিসেবে পাওয়া যাবে। এইচপির ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে থাকছে একটি অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি এবং স্ক্র্যাচ কার্ড।

summer laptop fair-techshohor

Techshohor Youtube

কয়েকটি নির্দিষ্ট মডেলের সঙ্গে থাকছে আকর্ষণীয় এইচপি ব্যাকপ্যাক। লেনোভো ল্যাপটপের সঙ্গে থাকছে একটি আকর্ষণীয় লেনোভো স্মার্টফোন। অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির সঙ্গে আকর্ষণীয় সেলফি স্টিক, নেটিস ব্রান্ডের ওয়্যারলেস রাউটারের সঙ্গে একটি টি-শার্ট পাওয়া যাবে।

অ্যাপল, এইচপি এক্সেসরিজ, ডিলাক্স, এক্সট্রিম, পিএনওয়াই, কোরসেয়ার ব্রান্ডের পণ্যে থাকছে ৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

শামীম রাহমান

*

*

আরও পড়ুন