প্রিন্টারের কালি বাঁচানোর ৪ টিপস

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অফিস কিংবা বাসায় অনলাইনে বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে অনেকে কাজ করা হয় এখন। তবুও অনেক ক্ষেত্রে প্রিন্ট নিতে হয়। কাগজবিহীন এখনও হয়ে ওঠা সম্ভব হয়নি। এ জন্য প্রিন্টারের ব্যবহার এখনও করতে হচ্ছে। কিছু কাজের জন্য অনেক বেশি প্রিন্ট নিতে হয়। এ নিয়ে বাসায় বা অফিসে প্রিন্টারের কালির খরচের বিষয়টি আলোচনায় আসে।

এমন ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করলে প্রিন্টারের কালি সাশ্রয় করা যায়। কম খরচে অনেক বেশি প্রিন্ট নেওয়া যায়।

এ টিউটোরিয়ালে থাকছে তেমনি কিছু টিপস।

Techshohor Youtube

printer

শুধু প্রয়োজনীয় টেক্সট প্রিন্ট করা
অনেক সময় কোনো পেইজের নির্দিষ্ট কিছু টেক্সট বা অংশ প্রিন্টের প্রয়োজন হয়। সেই পেইজের আশেপাশে কোনো ছবি বা অন্য কিছু থাকতে পারে। ফলে পুরো পেইজটি প্রিন্ট করলে বেশি কালি ব্যয় হয়।

এমন ক্ষেত্রে যে টেক্সটুকু প্রিন্ট করতে হবে, তা কপি করে আলাদা কোনো ডক ফাইলে পেস্ট করে প্রিন্ট করা যায়। এতে অতিরিক্ত কালি ব্যয় হবে না।

স্ট্যান্ডবাই মোডে প্রিন্টার রাখুন
কম সময়ে একাধিক বার প্রিন্ট করার দরকার হলে বারবার প্রিন্টার বন্ধ করার প্রয়োজন নেই। এতে ইনিশিয়ালাইজেশন প্রসেসের সময় শুধু বাড়তি কালিই ব্যবহার হয়। তাই যদি ঘন ঘন প্রিন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রিন্টার অন রাখাই উচিত। এমন ক্ষেত্রে স্ট্যান্ডবাই মোডে প্রিন্টার রাখলে কালি সাশ্রয় হবে।

ওয়েব পেইজ প্রিন্টিংয়ের আগে এডিট করুন
অনেক সময় ওয়েবসাইটের কিছু অংশ প্রিন্ট করার প্রয়োজন হয়। এমন ক্ষেত্রে ওয়েবসাইটের হেডার, ফুটার, ওয়েব অ্যাড্রেসসহ অনেক কিছু প্রিন্ট হয়ে যায়। এতে অনেক বেশি কালি ব্যয় হয়। বিশেষ করে ওয়েবসাইটটি অনেক বেশি কালারফুল হলে কালি খরচ হয় বেশি।

এ ক্ষেত্রে কালি বাঁচাতে ওয়েবসাইট ওপেন করে ওয়েব ব্রাউজারের মেনুবারে File থেকে Page-এ গিয়ে Setup-এ ক্লিক করুন। হেডার ও ফুটার বক্সে টেক্সট অপসারণ করে ওকে ক্লিক করুন। তাহলে শুধু পেইজের কনটেন্টটুকু প্রিন্ট হবে।

এর বিপরীতে আপনি যদি শুধু হেডার বা ফুটারের অংশ প্রিন্ট করতে চান, তাহলে আগের নিয়মে সেটআপে ঢুকে হেডার ও ফুটার বক্সে এন্টার করে অন্য অপশনগুলো যথাযথভাবে পূর্ণ করে ওকে করতে হবে।

কার্টিজের ব্যবহার
কার্টিজে কালি শেষ হওয়ার আগে প্রিন্টার মেসেজ দিয়ে থাকে- কালি শেষ হয়ে যাচ্ছে। প্রিন্টার ব্যবহারকারীদের উচিত কালি সম্পূর্ণ শেষ হওয়ার আগেই কার্টিজটি খুলে আবার লাগানো।

কার্টিজটি বের করে এনে কিছুক্ষণ মৃদুভাবে সাইড-বাই-সাইড দুলিয়ে পুনরায় প্রিন্টারে ঢুকাতে হবে। এতে কার্টিজের অবশিষ্ট কালি পুনঃবণ্টিত হবে এবং আরও বাড়তি কিছু পেইজ প্রিন্ট করা যাবে।

আরও পড়ুন

*

*

আরও পড়ুন