ইএটিএল ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে চুক্তি

MoU Signing (EATL-BRAC University) - 23.01.2014

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা সহায়তায় ব্র্যাক ইউনিভার্সিটির সাথে চুক্তি করেছে দেশের অন্যতম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)। বৃহষ্পতিবার ইএটিএল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আইনুন নিশাত চুক্তি স্বাক্ষর করেন।

নতুন এ চুক্তির মাধ্যমে অ্যাকাডেমিক ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা। চুক্তি অনুযায়ী ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সহায়তা করবে ইএটিএল।

MoU Signing (EATL-BRAC University) - 23.01.2014

Techshohor Youtube

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইএটিএলের প্রধান নির্বাহী ড. নিজাম উদ্দিন আহমেদ, ব্র্যাক ইউনিভার্সিটির জেটি রেজিস্ট্রারার খান আহমেদ মুরশীদ, সিএসই বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ জাহিদুর রহমান ও একই বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম।

*

*

আরও পড়ুন