![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা সহায়তায় ব্র্যাক ইউনিভার্সিটির সাথে চুক্তি করেছে দেশের অন্যতম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)। বৃহষ্পতিবার ইএটিএল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আইনুন নিশাত চুক্তি স্বাক্ষর করেন।
নতুন এ চুক্তির মাধ্যমে অ্যাকাডেমিক ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা। চুক্তি অনুযায়ী ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সহায়তা করবে ইএটিএল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইএটিএলের প্রধান নির্বাহী ড. নিজাম উদ্দিন আহমেদ, ব্র্যাক ইউনিভার্সিটির জেটি রেজিস্ট্রারার খান আহমেদ মুরশীদ, সিএসই বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ জাহিদুর রহমান ও একই বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি