দেশে সাইবার অপরাধ বাড়ছে

cyber-crime_techshohor

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : সাইবার অপরাধের সঙ্গে দেশের যুবসমাজ বেশি সম্পৃক্ত।  ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগ যুবক হওয়ায় অপরাধীরা এদের দিয়ে সাইবার অপরাধ করাচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ‘সাইবার ক্রাইম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের প্রয়োগ’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।

cyber-crime_techshohor

Techshohor Youtube

বর্তমানে দেশে সাইবার অপরাধ বেড়ে গেছে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, ইন্টারনেট ব্যবহার করে পুলিশের ডিউটি অফিসার থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও হুমকি দিচ্ছে অপরাধীরা। এ ক্ষেত্রে দেশের বাইরে থেকেও হুমকি এসেছে। এ ছাড়া ইন্টারনেট ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক্ট হওয়ার ঘটনাও ঘটেছে।

কমিশনার বলেন, দেশে সাড়ে ৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে প্রায় ৩৩ লাখ ফেইসবুক ব্যবহার করছেন। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে উন্নততর প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ দেওয়াটা জরুরি হয়ে পড়েছে।

-আল আমীন দেওয়ান

*

*

আরও পড়ুন