![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে সবচেয়ে দীর্ঘসময় ধরে কার্যক্রম পরিচালনাকারী শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের ওয়েবসাইট সেলবাজার ডটকম শুরু করেছে ক্যাম্পেইন ‘আমার বিজ্ঞাপন জিতবে স্মার্টফোন’। এই ক্যাম্পেইনের আওতায় সম্ভাব্য বিক্রেতাদের ছবিসহ বিজ্ঞাপন পোস্ট করতে হবে সেলবাজারে। সেখানে জানাতে হবে বিক্রয়যোগ্য পণ্যটি নিয়ে তার নিজের অভিজ্ঞতা।
বিজ্ঞাপনের মান এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে সেলবাজার নির্বাচন করবে ৩ জন বিজয়ী। বিজয়ীরা জিতে নিতে পারবেন একটি আইফোন ৫, একটি ওয়াল্টন এক্স ২ এবং একটি নকিয়া লুমিয়া ৫২০।
গত ২৪ ডিসেম্বর শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী মার্চ পর্যন্ত। ক্যাম্পেইন শুরুর ২ সপ্তাহে ৬ জন বিজয়ী জিতে নিয়েছেন স্মার্টফোন।
– বিজ্ঞপ্তি অবলম্বনে তুহিন মাহমুদ