![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের প্রথম জাতীয় মোবাইল কনফারেন্স ‘মোবিকন’ আয়োজন করতে যাচ্ছে গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি)।
মোবাইলের পুরো ইকো সিস্টেম তুলে ধরার জন্য রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) আগামী ৭ মে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে কনফারেন্সের পাশাপাশি মোবাইল ইনোভেশন অ্যাওয়ার্ড দেওয়া হবে।
সেদিন সকাল থেকে নানা আয়োজন থাকবে। যেখানে ২০টি মোবাইল অ্যাপ বা সার্ভিস প্রতিষ্ঠান অংশ নেবে। আর তাদের জন্য থাকবে ফ্রি ইউএক্স রিভিউ। ইনভেস্টর মিটিং।
সকাল ১০টা থেকে থাকবে মোবাইলের প্রোগ্রামিং নিয়ে কর্মশালা। যেখানে ২০০ জন অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এসব ছাড়াও থাকবে তিনটি টেকটক সেশন। যেখানে দেশের সেরা মোবাইল ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেবেন।
আয়োজনে মিডিয়া পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে তথ্যপ্রযুক্তির ওয়েবসাইট টেকশহরডটকম ।
গুগল ডেভেলপার গ্রুপের কমিউনিটির উপদেষ্টা আরিফ নিজামী বলেন, দেশে মোবাইল প্রযুক্তির উদ্ভাবনে কাজ করতে এই সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর মধ্য দিয়ে দেশের মোবইলের জন্য নতুন নতুন প্রযুক্তিরও উদ্ভবান হবে বলে আমাদের প্রত্যাশা থাকবে।
সবশেষে মোবিকনে অংশ নেয়া মোবাইল অ্যাপগুলো থেকে বাছাই করে মোবাইল ইনোভেশন অ্যাওয়ার্ড দেওয়া হবে।
মোবিকন কনফারেন্স সবার জন্য উন্মুক্ত। তবে কনফারেন্সের কর্মশালা ও টেকটকে অংশ নিতে নিবন্ধন করতে হবে এই ঠিকানায়।
এই আয়োজনের অনুপ্রেরক হিসেবে রয়েছে প্রেনিউর ল্যাব, ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি এবং রেডিও পার্টনার রেডিও স্বাধীন।
আয়োজনের বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়।
ইমরান হোসেন মিলন