স্বীকৃতি পেলো প্রথম আলোর ফেইসবুক পেইজ

prothom-alo facebook page-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোর ফেইসবুক পেইজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক। বুধবার সকালে পেইজটি এই স্বীকৃতি পায়। পেইজটির বর্তমান ভক্তের (ফ্যান) সংখ্যা প্রায় ৯ লাখ ৮০ হাজার।

কোনো ফেইসবুক পেইজ স্বীকৃতি পেলে নামের পাশে নীল রঙের একটি টিক চিহ্ন থাকে। সাধারণত বিভিন্ন দেশের বিশিষ্ঠ ব্যক্তি, ব্যবসায় প্রতিষ্ঠান, সংগঠনককে নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করে স্বীকৃতি দেয় ফেইসবুক।

prothom-alo facebook page-TechShohor

Techshohor Youtube

এ বিষয়ে প্রথম আলো কর্তৃপক্ষ টেক শহরকে জানায়, ফেইসবুকের এই স্বীকৃতির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন পেইজটি প্রথম আলোর অফিসিয়াল পেইজ। এর আগে বাংলাদেশে চারজন ব্যক্তি ও একটি ব্যান্ড দলকে এই স্বীকৃতি দিয়েছে ফেইসবুক। সেই তালিকায় দেশের প্রথম সংবাদপত্র হিসেবে আজ থেকে যুক্ত হলো প্রথম আলো।

উল্লেখ্য, এর আগে সজীব ওয়াজেদ জয়, তাহসান, পড়শী ও হাসান মাসুদের ফেইসবুক পেইজের স্বীকৃতি দেয় ফেইসবুক। অবশ্য হাসান মাসুদের পেইজটি তার নিজের নয় অভিযোগ করেন অভিনেতা হাসান মাসুদ।

*

*

আরও পড়ুন