Samsung IM Campaign_Oct’20

৪ ও ৬ জিবির র‍্যামে ওয়ানপ্লাস ৩

OnePlus-3-new-design-TechShohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জিওমির ফ্ল্যাগশিপ এমআই ৫ এর পর এবার প্রযুক্তি বাজারের নজর ওয়ানপ্লাস ৩ এর দিকে। ফাঁস হওয়া সূত্রমতে, এটিতে ৪ গিগাবাইটের র‍্যাম থাকবে। অন্যদিকে আরেকটি সূত্র বলছে ‘রেইন রেইন’ কোড নেইমে নতুন স্মার্টফোনটি ৬ গিগাবাইট র‍্যাম নিয়ে আসবে।

যতোই ওয়ানপ্লাসের উন্মোচনের দিন ঘনিয়ে আসছে, আলোচনা ততোই তুঙ্গে উঠছে। তাহলে কি ৪ গিগাবাইট ও ৬ গিগাবাইট র‍্যাম নিয়ে আলাদা সংস্করণে আসবে ওয়ানপ্লাস ৩? এমনই প্রশ্ন ও ভাবনা বাজার বিশ্লেষকদের।

OnePlus-3-new-design-TechShohor

জার্মানীর একটি ওয়েবসাইট মতে, আগামী ২৮ মে ওয়ানপ্লাস ৩ উন্মোচন করা হতে পারে। এতে ৬ গিগাবাইট র‍্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর থাকবে। ডিজাইনের ক্ষেত্রেও অনেক খাটুনি গেছে কোম্পানিটির। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, স্মার্টফোনটির পার্শ্ব কিছুটা বাঁকানো এবং এর সাইড প্যানেলেই ক্যামেরার জন্য নির্ধারিত বাটন রয়েছে।

স্মার্টফোনটির সামনে থাকবে বাঁকানো গ্লাস, নিচে বড় ধরণের স্পিকার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডুয়াল এলইডি ফ্ল্যাশসহ ২০ মেগাপিক্সেলের ক্যামেরা ও সাইড প্যানেলে ভলিউম বাটন থাকবে। ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লেটি গবে ১৯২০*১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের।

টিওই অবলম্বনে ফারজানা মাহমুদ পপি

*

*

আরও পড়ুন