![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রথমবারের মতো বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে স্মার্টফোন ও ট্যাবের মেলা। সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন, ট্যাবলেট এবং মোবাইল অ্যাক্সসোরিজ নিয়ে দুই দিনব্যাপী ‘চট্টগ্রাম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’ শুরু হবে ৬ মে।
ঢাকায় টানা পাঁচবার প্রদর্শনীর পর বন্দর নগরী চট্টগ্রামের স্থানীয় হল ২৪ কনভেনশন সেন্টারে এই প্রদর্শনীর আয়োজন করছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার।
সংখ্যার হিসাবে এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা ষষ্ঠ এবং চট্টগ্রামে প্রথম প্রদর্শনী।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্মার্টফোন ও ট্যাব এক্সপো নিয়ে বিস্তারিত তুলে ধরেন এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান ও মেলার সমন্বয়কারী নাহিদ হাসনাইন সিদ্দিকী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বরাবরের মতো এবারের মেলাতের বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, হেলিও, আসুস, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেন, ওয়ান প্লাস, লাভা, ইউসিসিসহ বিভিন্ন ব্র্যান্ড এতে অংশগ্রহণ করছে।
নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে পারবেন।
মেলায় মোট ১১টি প্যাভিলিয়ন ও ১৮টি স্টলে পণ্য প্রদর্শন ও বিক্রি করবে ব্র্যান্ডগুলো।
প্রতিবারের মতো এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেইসবুক পেইজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকছে।
এছাড়াও প্রদর্শনীর সব আপডেট ফেইসবুক পেইজ এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম এ পাওয়া যাবে।
মেলার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে এবং টেকশহরডটকম।
মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।
ইমরান হোসেন মিলন