![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন করে তৈরি করা হয়েছে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের অ্যাপস্টোর ‘প্লে-স্টোর’। গুগলের মালিকানাধীন এই অ্যাপ স্টোরের লোগোতে আসছে কিছুটা পরিবর্তন। নতুন লোগোটি আগেরটির চেয়ে বেশি উজ্জ্বল ও রঙিন।
প্লে-স্টোরের লোগোতে পরিবর্তন আনার ঘোষণা এ মাসের শুরুর দিকে দেয় গুগল। চলতি সপ্তাহ থেকেই নতুন লোগোটির ব্যবহার শুরু হবে।
এটি খুব বড় ধরনের পরিবর্তন নয়। তবে গুগল প্লে-স্টোরের একশো কোটিরও বেশি ব্যবহারকারী নতুন লোগোটিকে কীভাবে গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।
গুগল জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ নতুন করে ডিজাইন করার অংশ হিসেবে প্লে-স্টোরের এই পরিবর্তনটি আনা হচ্ছে। ইতোমধ্যে বেশকিছু অ্যাপ নতুন করে ডিজাইন করা হয়েছে।
প্লে-স্টোর ছাড়াও গুগলের প্লে মুভিজ অ্যান্ড টিভি, প্লে-মিউজিক, প্লে-গেইমস, প্লে-বুকস, প্লে-নিউজস্ট্যান্ডের আইকনেও পরিবর্তন আনা হয়েছে।
বিজনেস ইনসাইডার অবলম্বনে শামীম রাহমান
আরও পড়ুন:
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি