বদলে যাচ্ছে প্লে-স্টোরের লোগো

playstore logo

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন করে তৈরি করা হয়েছে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের অ্যাপস্টোর ‘প্লে-স্টোর’। গুগলের মালিকানাধীন এই অ্যাপ স্টোরের লোগোতে আসছে কিছুটা পরিবর্তন। নতুন লোগোটি আগেরটির চেয়ে বেশি উজ্জ্বল ও রঙিন।

প্লে-স্টোরের লোগোতে পরিবর্তন আনার ঘোষণা এ মাসের শুরুর দিকে দেয় গুগল। চলতি সপ্তাহ থেকেই নতুন লোগোটির ব্যবহার শুরু হবে।

এটি খুব বড় ধরনের পরিবর্তন নয়। তবে গুগল প্লে-স্টোরের একশো কোটিরও বেশি ব্যবহারকারী নতুন লোগোটিকে কীভাবে গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।

Techshohor Youtube

playstore logo

গুগল জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ নতুন করে ডিজাইন করার অংশ হিসেবে প্লে-স্টোরের এই পরিবর্তনটি আনা হচ্ছে। ইতোমধ্যে বেশকিছু অ্যাপ নতুন করে ডিজাইন করা হয়েছে।

প্লে-স্টোর ছাড়াও গুগলের প্লে মুভিজ অ্যান্ড টিভি, প্লে-মিউজিক, প্লে-গেইমস, প্লে-বুকস, প্লে-নিউজস্ট্যান্ডের আইকনেও পরিবর্তন আনা হয়েছে।

বিজনেস ইনসাইডার অবলম্বনে শামীম রাহমান

আরও পড়ুন: 

*

*

আরও পড়ুন