![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ৩০ এপ্রিলের পর বায়োমেট্রিক পদ্ধতিতে যেসব সিমের পুনর্নিবন্ধন নেই সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম ও রিম নিবন্ধনে বিভিন্ন অপারেটর তাদের বুথ চালুর একটি অনুষ্ঠানে একথা জানান প্রতিমন্ত্রী।
তারানা বলেন, সময়সীমার মধ্যে যেসব গ্রাহক তাদের মোবাইল সিমের বায়োমেট্রিক নিবন্ধন করবেন না সেগুলো ১ মে থেকে অল্প অল্প করে বন্ধ করা শুরু হবে।
প্রথম দিন হয়তো এক ঘণ্টা করে, দুদিন পর সেই সময় আরও বাড়বে। এভাবে পর্যায়ক্রমে অনিবন্ধিত সিম পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
সে সময় তারানা ইতোমধ্যে দেশে ৬ কোটি ৩৫ লাখ সিমের বায়োমেট্রিক নিবন্ধন শেষ হয়েছে বলে জানান। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি সিমগুলোর নিবন্ধন শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে এই মোবাইল সিম ও রিমের নিবন্ধন চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। আর সারাদেশে এই সিমের বায়োমেট্রিক নিবন্ধন শেষ হবে ৩০ এপ্রিল।
অনুষ্ঠানে বিভিন্ন মোবাইল অপারেটরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমরান হোসেন মিলন
আরও পড়ুন:
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি