Header Top

গুগল নয়, ১৬ জিবি র‌্যামের ক্রোমবুক আনছে এইচপি

google-chromebook-

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ক্রোমবুকের কথা সবার জানা। গুগলের এই ল্যাপটপটি এবার বানাচ্ছে এইচপি। নতুন এই ল্যাপটপে থাকছে ১৬ গিগাবাইট র‌্যাম।

নতুন এই ডিভাইসটির কোডনেইম ‘সেল’। ল্যাপটপটিতে থাকছে দুটি ইউএসবি পোর্ট। একটি হচ্ছে ইউএসবি ‘সি’, অপরটি ইউএসবি ‘এ’। এসডি কার্ড ও ব্লু-টুথ উপযোগী ফিচার থাকছে এতে। ল্যাপটপটিতে টাচস্ক্রিনও থাকবে বলে জানা গেছে।

নতুন এই ল্যাপটপটিতে ভার্চুয়াল রিয়েলিটি কনফিগারেশন সেটিং থাকবে। অর্থাৎ এটি ভিআর সাপোর্ট করা প্রথম ক্রমবুক হতে চলেছে। ইন্টারনেট অরিয়েন্টেড ডিভাইসে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে এই ক্রোমবুকটি তৈরি করা হচ্ছে।

google-chromebook-

তবে এইচপি এবারই প্রথম ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস নিয়ে কাজ করছে না। এর আগেও তারা একটি ডেস্কটপে এই প্রযুক্তিটি ব্যবহার করেছে।

ক্রোমবুক হচ্ছে গুগলের একটি ল্যাপটপ। ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে এর গতি। এটি মাত্র ১ সেকেন্ডের মধ্যে চালু হয়। পাশাপাশি এটিতে একসঙ্গে এক হাজারেও বেশি অ্যাপ ব্যবহার করা যায়। এটি ভাইরাস রোধক হিসেবে তৈরি করা হয়েছে। গুগলের দাবি, ক্রোমবুকে কখনোই ভাইরাস আক্রমণ করবে না।

ইয়াহু নিউজ অবলম্বনে শামীম রাহমান

আরও পড়ুন: 

*

*

আরও পড়ুন