উদ্যোক্তা হাটে পণ্যের পসরা, বিক্রি হচ্ছে অনলাইনে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বৈশাখী উদ্যোক্তা হাটে আসা বেশিরভাগই ব্যবসা করেন অনলাইনে। কেউ ফেইসবুকে পেইজ খুলে তার পণ্য পৌঁছে দেয় গ্রাহকের কাছে, কেউবা আবার একটু বড় পরিসরে ই-কমার্স সাইটের মাধ্যমে।

তবে মার্কেটপ্লেস আজকের ডিল কিংবা ই-কমার্স সাইট প্রিয়শপডটকমের কথা একটু আলাদা। তারা এখন অনেকটাই পরিপক্ক হয়ে গেছে ই-কমার্সে।

তাই এই ধরনের প্রতিষ্ঠান ছাড়া ‘আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাটে’ যারা এসেছেন তারা সবাই নবীন উদ্যোক্তা। ছোট পরিসরে হলেও তারা বিভিন্ন পণ্য আর সেবা অনলাইনের মাধ্যমে পৌঁছে দিচ্ছে সারা দেশে।

Techshohor Youtube

Uddokta hatt
রোববার এই উদ্যোক্তা হাটের দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরের ডব্লিউভিএ মিলনায়তনে গিয়ে দেখা যায়, প্রায় ৪০টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। যেখানে মেলা উপলক্ষ্যে অনেক প্রতিষ্ঠান দিয়েছে বিভিন্ন অংকের ডিসকাউন্ট অফার।

তরুণদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপ এই মেলার আয়োজন করেছে। গ্রুপটির সমন্বয়ক প্রমি নাহিদ টেকশহরডটকমকে বলেন, উদ্যোক্তা হাটের উদ্দেশ্য থাকে তরুণদের নানা ধরনের উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করা। এই হাটে এসে অনেক ক্রেতারা সরাসরি অনলাইনে পণ্য বিক্রেতাদের সঙ্গে দেখা করতে পারেন। মূলত এর মাধ্যমে গ্রাহক ও বিক্রেতাদের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা হয়।

বৈশাখী উদ্যোক্তা হাটে ই-কমার্স, তথ্যপ্রযুক্তি সেবা, ইন্টারনেট সেবা, প্রসাধনী, পোশাক, ফ্যাশন পণ্য, খাবার, ইলেকট্রনিক্স, চামড়াজাত পণ্য, পাদুকা, অনলাইন প্রিন্টিং ও প্রকাশনা, অনলাইনে ডাক্তারের অ্যাপয়েনমেন্ট, ভ্রমণ সহায়তাসহ নানা ধরনের পণ্য ও সেবা প্রদর্শন চলছে।

এবারের বৈশাখী উদ্যোক্তা হাটের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘আজকের ডিল’। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে দপ্তর ও বিডি ভেঞ্চার লিমিটেড। ই-কুরিয়ার, হোস্ট পেয়ার ও হোস্ট মাইট সিলভার স্পন্সর হিসেবে পৃষ্ঠপোষকতা করছে।

এবারের হাটের পার্টনার হিসাবে রয়েছে ইন্টারনেট সেবাদানকারী ডোজ ইন্টারনেট, যমুনা টেলিভিশন ও এনটিভি অনলাইন।

মেলা আজ রাত আটটা পর্যন্ত চলবে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন