আজকের ডিল উদ্যোক্তা হাটে মূল্যছাড় অফার

Uddokta-Hat-Logo-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাটে বেশ কয়েকটি অফার দিচ্ছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। হাটে গিয়ে যেকোনো সার্ভিস কিনলেই থাকছে মূল্যছাড়।

ঢাকার ধানমন্ডির ২৭ নম্বরের ওম্যান ভলান্টারি অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী এই উদ্যোক্তা মেলা। যার আয়োজন করেছে তরুণদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তৈরি গ্রুপ ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’।

Uddokta-Hat-Logo-TechShohor
মেলায় সরাসরি গিয়ে ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান হোস্ট মাইট থেকে সেবা নিয়ে থাকছে বিশেষ অফার। আর অন্যক্ষেত্রে যেকোন সার্ভিস কিনলেই দেয়া হচ্ছে মূল্যছাড়। সঙ্গে উপহার হিসেবে থাকছে টি-শার্ট অথবা মগ।

Techshohor Youtube

রোববার পর্যন্ত যে কেউ এই অফার নিতে পারবে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন