শনিবার বসছে বৈশাখী উদ্যোক্তা হাট

Boishakhi-Uddokta-Hat-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শনিবার শুরু হচ্ছে ‘আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাট’। আত্মকর্মসংস্থানে তরুণদের অণুপ্রাণিত করার প্ল্যাটফর্ম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপের উদ্যোগে ধানমন্ডির ২৭ নম্বরের ওম্যান ভলান্টারি অ্যাসোসিয়েশন ভবনের তিনটি কক্ষে এই হাট বসছে। যা চলবে রবিবার পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, তরুণ উদ্যোক্তাদের পণ্য ও সেবা সরাসরি তাদের ক্রেতাদের সামনে তুলে ধরা এবং অনলাইন উদ্যোক্তাদের সঙ্গে তাদের গ্রাহকদের সামনা-সামনি পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।

দুইদিনব্যাপী এই মেলায় রেনে বাংলাদেশ, ইভেন্ট ইন বিডি, এসটি সলিউশন, ভ্রমণ ডটকম, বাংলার কবিতা, প্রিয়শপ ডটকম, ভাইপার লেদার, ওয়াওজার এবং কসমেটিক ফ্রিকের ৭টি প্যাভিলিয়ন থাকবে।

Techshohor Youtube

Boishakhi-Uddokta-Hat-Techshohor
এছাড়া প্রায় ৪০টি স্টলে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবেন।

স্টলের মধ্যে রয়েছে ইকো ড্রিমস, হাব ঢাকা, গ্যাজেট বাংলা, অনলাইন বিতান, টুইস্টেড রেসিপি, বাকী সেন্টার, ক্ষুদ্র সফট, বন্ধু ডটকম, পিনাকল মিডিয়া, জিরো ডিগ্রী কমিউনিকেশন, ব্র্যান্ড কিডস, বিডি সফট, বাইক বিডি, প্যাকার্স, ফিটম্যান, ই-স্মার্ট, নিজোল ক্রিয়েটিভ, প্রোফিসিও, নিউ মুন ক্লদিং ডিজাইন কাউস, শাহিন’স হেল্প লাইন, ট্যান, এবিএইচ ওয়ার্ল্ডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

বৈশাখী উদ্যোক্তা হাটের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘আজকের ডিল’। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে দপ্তর ও বিডি ভেঞ্চার লিমিটেড। ই-কুরিয়ার, হোস্ট পেয়ার ও হোস্ট মাইট সিলভার স্পন্সর হিসেবে পৃষ্ঠপোষকতা করছে।

এবারের হাটের পার্টনার হিসাবে রয়েছে ইন্টারনেট সেবাদানকারী ডোজ ইন্টারনেট, যমুনা টেলিভিশন ও এনটিভি অনলাইন।

ফারজানা মাহমুদ পপি

*

*

আরও পড়ুন