![]() |
শাহরিয়ার হৃদয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়ালটনের সদ্য বাজারে আসা একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রিমো জিএফ। মাঝারি দামের এ ফোনটি মূলত সাধারণ পর্যায়ের ইউজারদের কাজে আসবে। অ্যান্ড্রয়েডে জেলি বিন অপারেটিং সিস্টেম এতে ব্যবহার করা হয়েছে।
ডিজাইন
ওয়ালটন প্রিমো সিরিজের নিজস্ব স্টাইলে ফোনটি ডিজাইন করা হয়েছে। এর বডি প্লাস্টিকে তৈরি, পুরুত্ব মাত্র ১১.১ মিলিমিটার হওয়ার বেশ স্লিম। ওজন ১৫৫.২ গ্রাম।
ডিসপ্লে
এতে রয়েছে ৪.৩ ইঞ্চি ডব্লিউভিজিএ ডিসপ্লে। যদিও প্রিমো সিরিজের একই দামের মডেলে আমরা আরও ভালো ডিসপ্লে দেখেছি। তাই ফোনটির ডিসপ্লে অনেককেই আশাহত করবে। ৪৮০*৮০০ পিক্সেল রেজুল্যুশনের ডিসপ্লেতে (পিপিআই ২১৭) মুভি দেখা বা গেইম খেলা তেমন উপভোগ্যও হবে না।
কানেক্টিভিটি
ওয়ালটনের সব ফোনেই অ্যান্ড্রয়েডের প্রায় সব রকম কানেক্টিভিটি ফিচার থাকে। এতেও আছে। সেন্সরের মধ্যে আছে অ্যাক্সেলোমিটার, ওরিয়েন্টেশন, প্রক্সিমিটি ও লাইট সেন্সর, কম্পাস, এ-জিপিএস। ডুয়াল সিমকার্ডসহ নেটওয়ার্ক সুবিধার মধ্যে আছে থ্রিজি, ওয়াইফাই, ডব্লউল্যান হটস্পট ও ব্লুটুথ। এফএম রেডিও আছে।
ক্যামেরা
ফোনটিতে সামনে ও পেছনে দুটি ক্যামেরা আছে। প্রধান ক্যামেরা ৫ মেগাপিক্সেল, সাথে ফ্ল্যাশ আছে। সর্বোচ্চ ২৫৯২*১৯৪৪ রেজুল্যুশনের ছবি তুলতে পারে। ফ্রন্ট ক্যামেরা ভিজিএ।
কনফিগারেশন
এর ভেতর রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। বহুল ব্যবহৃত মালি ৪০০ গ্রাফিক্স প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে। র্যাম বেশ কম- ৫১২ মেগাবাইট। ইন্টারনাম মেমরি ৪ জিবি যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
পারফর্ম্যান্স
এতে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.২.২ ব্যবহার করা হয়েছে। প্রসেসর কোয়াড কোর হলেও র্যাম কম হওয়ায় জেলি বিনের পুরো মসৃণভাবে নাও চলতে পারে। তাছাড়া নতুন নতুন অনেক অ্যাপ কম র্যামের কারণে চালাতে সমস্যা হবে। এর বাইরে সাধারণ ব্রাউজিং, গান শোনা, মাল্টিটাস্কিং ইত্যাদি ভালোভাবেই করা যাবে। ভারি কোনো গেইম ও হাই কোয়ালিটি মুভি ভালোভাবে রান করা যাবে না।
ব্যাটারি
এতে ১৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ফোনটির দাম ৮ হাজার ৬৯০ টাকা।
আসলেই হতাশা কর মোবাইল !! ভালো লাগলো দেশিয় পন্য অনেক বেশি স্মার্ট হচ্ছে !!! এবং সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে !!
তবে, ওভারঅল,, সিম্ফনির তুলনায় আমাদের দেশীয় পন্য ওয়ালটনই সেরা।