Techno Header Top and Before feature image

বিশ্বে আইটি ব্যয় হবে সাড়ে ৩ লাখ কোটি ডলার

Gartner-ICT-Spending-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে, ২০১৬ সালে বিশ্বব্যাপি তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের ব্যয় হবে ৩ লাখ ৪৯ হাজার কোটি ডলার। যদিও এটি আগের বছরের তুলনায় ০.৫ শতাংশ কম।

গার্টনারের রিসার্চ ভাইস প্রেসিডেন্ট জন ডেভিড লাভলক বলেন, বর্তমানে বিশ্বব্যাপি অর্থনৈতিক প্রেক্ষাপটের কারণে কোম্পানিগুলোকে তাদের তথ্যপ্রযুক্তি ব্যয় সংকোচন করতে হচ্ছে।

তবে আগের তুলনায় তথ্যপ্রযুক্তিতে কোম্পানিগুলোর বেশি বিনিয়োগ জরুরী হয়ে পড়েছে। ব্যবসায়িক নেতৃবৃন্দ জানে যে তাদের ডিজিটাল ওয়ার্ল্ডে টিকে থাকতে ব্যবসায়কে ডিজিটাল ব্যবসায় রুপান্তর করতে হবে।

Gartner-ICT-Spending-TechShohor

যদিও সফটওয়্যার খাতের জন্য সুখবর। গতবছরের তুলনায় বিশ্বব্যাপি এবছর সফটওয়্যার খাতের ব্যয় ৪.২ শতাংশ বাড়বে। তবে টেলিকমে আগের বছরের তুলনায় ব্যয় ২ শতাংশ কমতে পারে।

ডাটা সেন্টার খাতের ব্যয় গতবছরের তুলনায় ২.১ শতাংশ বেড়ে এ বছর ১৭ হাজার ৫০০ কোটি ডলারে পৌছাবে বলে জানায় গার্টনার।

স্মার্টফোনের ব্যবহার বাড়লেও এ বছর ডিভাইস মার্কেটের (কম্পিউটার, আল্ট্রামোবাইল, মোবাইল ফোন, ট্যাবলেট, প্রিন্টার) ব্যয় ৩.৭ শতাংশ কমবে।

ইকোনমিক টাইমস অবলম্বনে ফারজানা মাহমুদ পপি

*

*

আরও পড়ুন