শুরু বিডিনগের পঞ্চম সম্মেলন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শুরু হয়েছে তথ্যপ্রযুক্তিতে কাজ করা পেশাজীবী প্রকৌশলীদের সংগঠন বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপের (বিডিনগ) পঞ্চম সম্মেলন।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পাঁচ দিনব্যাপী সম্মেলনটি সকাল সাড়ে নয়টায় শুরু হয়।

পাঁচ দিনের সম্মেলনের প্রথম থেকে চতুর্থ দিন পর্যন্ত অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি কর্মশালা ও কারিগরি সেশন। তবে সম্মেলনের মূল পর্ব অনুষ্ঠিত হবে সোমবার।

Techshohor Youtube

bdNOG
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মাহমুদ। এছাড়াও সেদিন বিডিনগের বোর্ড অব স্ট্রাটি ও আইএসপিআইবি সভাপতি এম এ হাকিম উপস্থিত থাকবেন।

এছাড়াও বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কর্মশালার কারিগরি প্রশিক্ষণ দেন বিডিনগের বোর্ড অব স্ট্রাটিজের সভাপতি সুমন আহমেদ সাবির, বিডিনগ সভাপতি রোমান ইসলামসহ আরও অনেকে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন