প্রাণীর ডাক শেখাচ্ছে গুগল

Animal Sound-Google-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাচ্চাদের প্রাণী চেনানো ও তারা কেমন শব্দ করে সেটি শেখাতে চান? তাহলে যেখানেই থাকুন না কেনো গুগল সার্চ করলেই সেটি পারবেন। সম্প্রতি এমনই ফিচার চালু করেছে শীর্ষ ইন্টারনেট জায়ান্টটি।

গুগল সার্চে গিয়ে “animal noises” লিখলে সার্চ রেজাল্টে বিভিন্ন প্রাণীর ইলাস্ট্রেশন দেখাবে। সেখানে প্রাণীগুলোর নাম ও তারা কেমন ডাকে সেটিও শোনার ব্যবস্থা রয়েছে।

Animal Sound-Google-TechShohor

Techshohor Youtube

অপরদিকে, ব্যবহারকারী “What does the dog say”, এমন লিখেও সার্চ করতে পারে। এর মাধ্যমে উক্ত প্রাণীর তথ্য, ছবি এবং তাদের শব্দ দেখা ও শোনা যাবে।

প্রাথমিকভাবে গুগল জেব্রা, উল্লুক, বিড়াল, সিংহ, হরিণ, গরু, ঘোড়া, হাতিসহ ১৯টি প্রাণীকে এই নতুন সুবিধায় যুক্ত করেছে।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ফারজানা মাহমুদ পপি

*

*

আরও পড়ুন