প্লে-স্টোর থেকে সরানো হলো তালেবানের অ্যাপ

Google-Play-Store

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আফগানিস্তানের ধর্মীয় উগ্রপন্থি সংগঠন তালেবানের অ্যান্ড্রয়েড অ্যাপ ‘অ্যালেমারাহ’ গুগল প্লে-স্টোর থেকে সরিয়ে দেয়া হয়েছে। অ্যাপটিতে পশতু ভাষায় সংগঠনটির বিভিন্ন দাপ্তরিক বক্তব্য ও ভিডিও ছিল।

অ্যাপটি সরিয়ে দেয়ার পর গুগল থেকে বলা হয়েছে, ‘টেকনিক্যাল’র কারণে অ্যাপটি প্লে-স্টোর থেকে সরিয়ে দেয়া হয়েছে। গুগল বলছে, অ্যাপটি গুগলের অ্যাপ পলিসির সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি অ্যাপটির বিভিন্ন উপাদানে রয়েছে নিষিদ্ধ বক্তব্য।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংগঠন অ্যাপটি প্রথম দেখতে পায়। তবে এই অ্যাপের বিষয়ে গুগলের দায়িত্বশীল কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Techshohor Youtube

Google-Play-Store

গুগলের এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের অ্যাপ পলিসিটি ব্যবহারকারী ও ডেভলপারদের কিছু ভালো অভিজ্ঞতা দেয়ার জন্য তৈরি করা হয়েছে। এই পলিসির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তালেবানের অ্যাপটি প্লে-স্টোর থেকে সরিয়ে দেয়া হয়েছে।

তালেবানের একজন মুখপাত্র অ্যাপটি সম্পর্কে বলেন, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী আমাদের সমর্থকদের পাশে থাকার অংশ হিসেবে অ্যাপটি বানানো হয়েছে।

বিবিসি অবলম্বনে শামীম রাহমান

আরও পড়ুন: 

*

*

আরও পড়ুন