![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডেলের নতুন একটি ব্র্যান্ড পিসি বাজারে এসেছে। এটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
ডেল অপটিপ্লেক্স ৩০২০ মডেলের পিসিতে কোর আই ফাইভ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া রয়েছে ইন্টেল এইচ৮১ চিপসেট, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম।
আরও রয়েছে ডেল ১৮.৫ ইঞ্চির মনিটর, ডিভিডি রাইটার, ইউএসবি কিবোর্ড এবং মাউস। তিন বছরের পার্টস ও সার্ভিস বিক্রয়োত্তর সেবাসহ কম্পিউটারটির দাম পড়বে ৪৬ হাজার ৫০০ টাকা।
শামীম রাহমান
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি