![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনে চালু করেছে স্যামসাং পে সার্ভিস। প্রতিষ্ঠানটি দেশটির স্টেট বেকড ইউনিয়ন পে’র সঙ্গে যৌথভাবে এ সেবাটি চালু করেছে। এই সেবাটি দিয়ে ব্যবহারকারীরা কেনাকাটার পর তাদের তাদের স্মার্টফোন দিয়ে দাম পরিশোধ করতে পারবেন।
এর আগে চীনে অ্যাপল পে চালু করে শীর্ষস্থানীয় প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অ্যাপল পে’ও ইউনিয়ন পে’র সঙ্গে যৌথভাবে চালু হয়েছে। দেশটিতে ই-কমার্স জায়ান্ট আলীবাবার আলীবাবা পের জনপ্রিয়তা অনেক বেশি।
এছাড়া জনপ্রিয় সামাজিক যোগাযোগ প্লাটফরম উইচ্যাটের একটি পেমেন্ট সিস্টেম চালু রয়েছে। চীনের নেতৃস্থানীয় টেলিকম কোম্পানি হুয়াউই এবং এনএফসি মোবাইল পেমেন্টে সার্ভিসও চলছে সমান তালে। এমন পরিপ্রেক্ষিতে স্যামসাং পে ও অ্যাপল পে’র জন্য চীনা বাজার দখল করা বেশ কঠিন হয়ে পড়বে। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ায় সর্ব প্রথম স্যামসাং পে সেবাটি চালু হয়।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে শামীম রাহমান
আরও পড়ুন :
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি