![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে জাতীয়ভাবে পালনের দাবি জানিয়ে আগামী ৭ এপ্রিল ই-কমার্স দিবস পালন করবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এছাড়াও এপ্রিল মাসকে ই-কমার্স মাস হিসেবেও ঘোষণা দিয়েছে ই-ক্যাব।
তবে ই-কমার্স দিবস হিসেবে ৭ এপ্রিল এবারই প্রথম নয়, গত বছর থেকেই পালন করে আসছে ই-ক্যাব।
দেশে বেশকিছু ব্যবসা ইতোমধ্যে অনলাইন ভিত্তিক ই-কমার্সের মধ্যে চলে আসলেও কোনো নির্দিষ্ট তারিখ নেই ই-কমার্সকে দিবস পালনের।
ই-ক্যাব সভাপতি রাজীব আহমেদ টেকশহরডটকমকে বলেন, অন্যান্য অনেক দেশের চেয়ে এখনও ই-কমার্স ব্যবসায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। সরকারি-বেসরকারি উদ্যোগে এই খাতকে এগিয়ে নিতে হলে একটি নির্দিষ্ট দিনকে দিবস হিসেবে পালন করা দরকার। ই-ক্যাব সেটা ৭ এপ্রিল করেছে।
রাজীব আহমেদ জানান, ওই দিনে ই-ক্যাবের নিবন্ধিত প্রায় সাড়ে তিনশো প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেবেন। যেখানে দেশে ই-কমার্স ব্যবসার নীতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও থাকবে আরও নানা আয়োজন।
ই-কমার্স দিবস উপলক্ষ্যে ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলো নানা ধরনের ছাড় আর অফারের আয়োজন করবে। আর থাকবে অনলাইনে পণ্য কিনতে ভোগান্তি কমানো, পণ্যের দাম কমানোসহ বেশকিছু বিষয়ে দিক নির্দেশনা। এছাড়াও মানুষকে ই-কমার্সের প্রতি সচেতন করে তোলা ও অনলাইন কেনাকাটায় উদ্বুদ্ধ করার জন্য সেশন রাখা হচ্ছে দিবসটিকে ঘিরে।
রাজীব আহমেদ বলেন, সরকার ই-কমার্স খাত নিয়ে আন্তরিক থাকায় খাতটিকে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। তবে আমাদের একটাই দাবি ৭ এপ্রিলকে সরকারিভাবে ই-কমার্স দিবস হিসেবে ঘোষণা করা হোক। তাহলে দেশের তরুণদের মধ্যে এই খাতে ব্যবসা করার প্রবণতা বাড়বে।
দিবসটি পালন উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ই-ক্যাবের গ্রুপে একটি একটি স্লোগান আহ্বান করেছে ই-ক্যাব। সেরা স্লোগান নির্বাচিত হওয়া ব্যক্তিকে ৭ এপ্রিল আকর্ষণীয় পুরস্করও দেবে সংগঠনটি।
ইমরান হোসেন মিলন