![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের ব্যবহৃত চারটি মোবাইল সিমের বায়োমেট্রিক নিবন্ধন নেই। আজ রোববার বিকেলে তিনি সিমগুলোর বায়োমেট্রিক নিবন্ধন করবেন।
তিন মাসের বেশি সময় ধরে দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপের মাধ্যমে মোবাইল সিমের নিবন্ধন শুরু হলেও প্রতিমন্ত্রী এতদিনেও নিজের মোবাইল সিম নিবন্ধন করেননি। তিনি বর্তমানে গ্রামীণফোনের তিনটি এবং একটি টেলিটকের সিম ব্যবহার করছেন।
রোববার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে তারানা হালিম সাংবাদিকদের বলেন, ’আজ বিকেলে আমার মোবাইল সিমগুলো বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে যাবো।’
কিছুদিন আগে সাংবাদিকদের সঙ্গে এক অনানু্ষ্ঠানিক আলাপে নিজের সিমগুলোর বায়োমেট্রিক নিবন্ধন নেই বলে স্বীকারও করেছিলেন প্রতিমন্ত্রী। সেসময় তিনি যতো দ্রুত সম্ভব কোনও সেন্টারে গিয়ে নিজের সিমগুলোর নিবন্ধন করার কথাও বলেছিলেন।
আগে থেকে তারানা হালিম গ্রামীণফোনের দুটি সিম ব্যবহার করলেও মন্ত্রী হওয়ার পর নতুন করে গ্রামীণফোনের একটি ও টেলিটকের একটি নতুন সিম নিয়েছেন।
গত বছরের ১৬ ডিসেম্বর মোবাইল ফোনের সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতি আনুষ্ঠানিকভাবে শুরু হয় । তার পর থেকে সিম বিক্রির ক্ষেত্রে বায়েমেট্রিক পদ্ধতির ব্যবহার বাধ্যতামূলক। একই সঙ্গে বিদ্যমান সক্রিয় সিমগুলোও একই পদ্ধতি আঙ্গুলের ছাপ দিয়ে পুনঃনিবন্ধন বা তথ্য যাচাই করে নিতে হচ্ছে।
এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুসারে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের এই কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে যারা নিবন্ধন করবেন না তাদের সিম বন্ধ করে দেওয়া হবে।
জামান আশরাফ
আরও পড়ুন: